নিজস্ব সংবাদদাতা : শনিবার সেরাম ইনস্টিটিউটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ তৈরির কোম্পানি AstraZeneca-র ভ্যাকসিনের উত্পাদন সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সফরের পরই সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এক সাংবাদিক সম্মেলনে বলেন, দেশে জরুরি ক্ষেত্রে অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন করবে সেরাম ইনন্টিটিউট। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে পুনাওয়ালা বলেন, ‘ভ্যাকসিনের কার্যকারিতা বোঝার জন্য যতটা ট্রায়াল হওয়ার কথা ছিল তার থেকেও বেশি হয়েছে। এবার ১৮ বছরের কম বয়সীদের ওপরে ট্রায়াল শুরু করা হবে।’ এদিকে করোনা রুখতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিখ্যাত ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা যে টিকা বানাচ্ছে, তা নিয়ে এক ব্যক্তির শরীরে নার্ভের রোগ দেখা দিয়েছে বলে অভিযোগ। রোগের নাম ‘অ্যাকিউট নিউরো এনসেফ্যালোপ্যাথি’। ভারতের জন্য অক্সফোর্ডের টিকা তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। ওই সংস্থা গত ১ অক্টোবর পরীক্ষামূলকভাবে চেন্নাইয়ের এক বাসিন্দার দেহে ওই টিকা দিয়েছিল। অভিযোগ, এর পরেই ওই ব্যক্তি গুরুতর স্নায়ু ও মানসিক রোগে আক্রান্ত হন। তাঁর তরফে একটি ল ফার্ম সেরাম ইনস্টিটিউটকে চিঠি দিয়ে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। চিঠিতে বলা হয়েছে, চেন্নাইয়ের যে ব্যক্তির দেহে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল, তিনি মোটেই ভাল নেই। তাঁকে দীর্ঘসময় চিকিত্সাধীন থাকতে হবে। সেরাম বাদে আইনি নোটিশ পাঠানো হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া, এবং অ্যাস্ট্রাজেনেকার সিইও-কে। ওই ব্যক্তিকে শ্রী রামচন্দ্র হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ সংস্থায় ভ্যাকসিন দেওয়া হয়েছিল। সেই সংস্থার এক কর্তাকেও নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশে লেখা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর ওই ব্যক্তির মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। তাঁকে সাতদিন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকতে হয়েছিল। তিনি এখন ব্যাপক দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর ভবিষ্যত্ অনিশ্চিত।
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব