নিজস্ব সংবাদদাতা : রায়গঞ্জ-পুলিশের নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য। পাচারের আগেই প্রায় চার কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ইসলামপুর থানা এলাকায় রাতে নাকা চেকিং করছিল রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। সেই সময় একটি অটোকে দেখে সন্দেহ হয় পুলিশের। নম্বর বিহীন ওই অটো রিক্সায় চালক ছাড়াও আরও দুজন যাত্রী ছিলেন। পুলিশের সন্দেহ হওয়ায় অটোর দুই যাত্রীর ব্যাগে তল্লাশি চালায় তারা । উদ্ধার হয় সোনার বাট। প্রতিটি সোনার বাটের ওজন ১৬৬ গ্রাম করে। একই রকম ওজনের ৫০টি সোনার বাট উদ্ধার হয়। মোট আট কেজি ৩০০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করে পুলিশ।ওই সোনার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার।সোনার বাট উদ্ধারের পর পুলিশ সুপার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ধৃতদের নাম অতুল রমেশ বাবর ও হরিদাস ধনাওয়াদে। বাড়ি মহারাষ্ট্রের আতাপদী ও সাতারা এলাকায়। এরা আলিপুরদুয়ার থেকে বিহারের মুজফ্ফরপুর যাচ্ছিল। অটো চালকের নাম রুজেল আলি। তার বাড়ি দার্জিলিং জেলার ভক্তিনগর এলাকায়।ধৃতরা আন্ত রাষ্ট্র পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ধৃতদের ইসলামপুর কোর্টে তোলা হলে তাদের দশ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 05/11/2020
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন