নিজস্ব সংবাদদাতা : গত শুক্রবার অষ্টম দফায় কোর কমান্ডার স্তরের বৈঠক সম্পন্ন হয় ভারত ও চিনের মধ্যে। রবিবার এই বৈঠকের প্রেক্ষিতে যৌথ বিবৃতি জারি করে দুই পক্ষই।যেখানে বলা হয়, এলএসি প্রসঙ্গে বিস্তারিতভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে দুই দেশ। গঠনমূলক আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও ঐক্যমত হয়েছে ভারত-চিন। এদিকে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার এরিয়া ৫ থেকে ৮ পর্যন্ত ভারতীয় সেনা যাতে আগের মত টহল দিতে পারে সেই দাবি তোলা হয় বৈঠকে। পাশাপাশি নিজেদের অবস্থান থেকে অনেকখানি এগিয়ে আসা লাল ফৌজকে পিছিয়ে যেতেও বলা হয়। চিনের তরফে নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী একাধিক এলাকায় অবস্থান নেওয়া ভারতীয় সেনাকে পিছিয়ে যাওয়ার অনুরোধ করে চিন। কিন্তু বৈঠকের পরও মিলল না কোনও সমাধানসূত্র। দীর্ঘ কয়েক মাস ধরে অস্থির ভারতের উত্তর-পূর্ব সীমান্ত। চিনা সেনার আগ্রাসন নীতি ক্রমশ তৈরি করেছে যুদ্ধের বাতাবরণ। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই ভারত ও চিনের কমান্ডার স্তরের একের পর এক বৈঠক সম্পন্ন হয়েছে। এই ধারা অব্যাহত রেখে সম্প্রতি দুই দেশের কমান্ডোর স্তরের অষ্টম দফায় বৈঠক সম্পন্ন হয়। তবে সমাধানের রাস্তা এখনও হাতে না এলো দুই দেশের উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হচ্ছে। তবে এই বৈঠকের পরেও আর একটি সামরিক স্তরের বৈঠক হবে বলে জানানো হয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল