নিজস্ব সংবাদদাতা : পড়াশোনার পাশাপাশি ছেলেবেলা থেকে ছবি আঁকার নেশা বালুরঘাটের বাসিন্দা জাহ্নবীর। কিছুদিন আগে মায়ের দেওয়া দুধ খেতে ভুলে গিয়েছিল সে। এরপর কপালে জোটে মায়ের বকুনি। সেদিন মায়ের খেতে দেওয়া দুধের পাত্র হাতে নিয়ে একটি অভিনব ভাবনা মাথায় আসে তাঁর। যেমন ভাবনা, তেমনি কাজ। দুধের উপর থাকা সর একটি পাত্রে তুলে নেন তিনি। এরপর সেই সরের উপর নেতাজি, মহাত্মা গান্ধী, ভগত্ সিং, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-সহ একে-একে আটজন স্বাধীনতা সংগ্রামীর ছবি এঁকে ফেলেন তিনি। বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুরের সুভাষ কর্নার এলাকার এই কলেজ ছাত্রীর এই অভাবনীয় কৃতিত্ব বিস্ময় সৃষ্টি করেছে শহরে। দুধের স্বরের ওপর আঁকার পর জাহ্নবী লিমকা বুক অব রেকর্ডে তার নাম নথিভুক্ত করার চেষ্টা চালায়। সেই চেষ্টা সফল হয়। লিমকা বুক অব রেকর্ডে নাম ওঠে জাহ্নবী বসাকের। জাহ্নবী জানান, ‘লকডাউনে অনেক ছবি এঁকেছি। তবে কোনওদিন কোথাও কোনও বিশেষ স্থান অর্জন করতে পারেনি। আশাও করিনি। এর মধ্যে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে আঁকিবুকি নিয়ে অনেক আইডিয়া পাই। শেষে সরের উপর ৮ জন আন্দোলনকারীদের ছবি এঁকে তা পাঠিয়ে দিই।’ ‘চেষ্টা করলে অনেকেই পারবে আমার মত। তবে ইচ্ছা থাকাটাও জরুরী’, বলেন রেকর্ড অর্জনকারী জান্নবী বসাক। তাঁর এই মেধায় স্বভাবতই খুশি ছাত্রীর পরিবার ও পরিজনেরা। জাহ্নবীর মা জানিয়েছেন, ছেলেমেয়েরা ভালো কিছু করলে বাবা মায়ের তো ভালোই লাগে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন