নিজস্ব সংবাদদাতা : আবারও সোশ্যাল মিডিয়ার পোস্টে জল্পনা বাড়ালেন অঙ্কুশ। এবার আর কোনও রাখঢাক নয়,নিজেদের বিয়ের কথা সরাসরি ফাঁস করে জল্পনা উস্কে দিচ্ছেন অঙ্কুশ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সদ্য বিবাহিত নবদম্পতি অনির্বাণ ও মধুরিমাকে শুভেচ্ছা জানিয়েই নিজের কথা ফাঁস করেছেন অঙ্কুশ। টুইটারে অভিনেতা জানিয়েছেন,’শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো’ প্রসঙ্গত, অনির্বাণের সঙ্গে বিরসা দাশগুপ্তের ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন অঙ্কুশ। মুহূর্তের মধ্যে অনির্বাণকে করা এই পোস্ট নিয়েই কানাঘুষো চলছে টলিপাড়ায়। টলিপাড়ার হিট জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বন্ধুত্ব এবং প্রেম নিয়ে ১০ বছর পার করে ফেলেছেন তাঁরা। পরিবার থেকে অনুরাগী মহল, তাঁদের প্রেমের কাহিনী গোপন নেই আর কারও কাছেই।রিয়েল লাইফ পার্টনারশিপের অনেক বছর কেটে গেলেও, অফস্ক্রিন এই জুটিকে প্রথম বার একসঙ্গে দেখা যাবে রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতে। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার।
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব