নিজস্ব সংবাদদাতা : বিরোধীদের উদ্দেশে ‘গুড় বাতাসা’, ‘চড়াম চড়াম ঢাক বাজানো’, ‘নকুলদানা’, -র মতো একাধিক শব্দগুচ্ছ শোনা গিয়েছে তাঁর মুখে। সেই তালিকায় নতুন সংযোজন ‘ঠেঙিয়ে পগারপার’। বীরভূমের নানুরের বাসপাড়ায় মিলনমেলার উদ্বোধনে গিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানেই নাম না করে এ বার বিজেপি-কে ঠেঙিয়ে পগারপার করার হুমকি দিলেন অনুব্রত। বাসাপাড়ায় প্রতি বছরই মিলনমেলা আয়োজিত হয়। এ বছরও পয়লা জানুয়ারি থেকে ১০ তারিখ অবধি ওই মেলা বসবে। তারই উদ্বোধনে গিয়ে অনুব্রত বলেন, ”গ্রামের দিকে একটা ভাষা আছে। ঠেঙিয়ে পগারপার করো। আমিও আপনাদের বলছি, ওদের ঠেঙিয়ে পগারপার করে দিন।” অনুব্রত মণ্ডল এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নানুরের বাসা পাড়ার মিলনমেলার মঞ্চ উঠেন। সেখান থেকে বিজেপি এবং সেই সকল নেতাকর্মীদের হনুমান বলে আক্রমণ করেন যারা বিজেপিতে যোগদান করেছেন। তিনি বলেন, “তোমাদের মত নেমকহারাম নয়। তোমাদের মতো বেইমান নয়। আমাদের দল থেকে কজনকে নিয়ে নিয়েছো না! বিরাট হনু হয়ে গেছো। লাভ নাই। বীর হনুমান। এ ডাল থেকে ও ডাল যাবে। কাজ কিছু হবে না। আজকে বলে গেলাম। ‘ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ এবং দলত্যাগ, পাশাপাশি তাদের বিরোধী শিবিরে নাম লেখাতে দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের মতে এমত অবস্থায় শাসকদল কিছুটা হলেও চাপে রয়েছে। এমনকি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও বেশ কয়েকদিন ধরেই সেভাবে কিছু বলতে দেখা যাচ্ছিল না। তবে নতুন বছরের শুরুতেই বিধানসভা ভোটের আগে নয়া নিদান দিয়ে দিলেন অনুব্রত মণ্ডল।
Report by Rahul Gupta
Reported on – 02/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা