পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থা ধর্ষণের অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। যদিও পরিচালক প্রত্যেকটি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। ফের সেই প্রসঙ্গে টুইটারে একটি ভিডিও পোস্ট করলেন পায়েল। সেই ভিডিওতে অনুরাগ এর বিরুদ্ধে তার অভিযোগ আরো বিশদ বর্ণনা করলেন পায়েল।
পায়েল সেই টুইটের ক্যাপশনে লিখছেন, “এইটুকু সত্যিই কাউকে আঘাত করবে না। মূল কালপ্রিট সামনে এসে এই সত্যিকে অস্বীকার করুক। সত্যিটা এবার সামনে আসুক। এটা যদি আপনার ভেতরের মানুষটাকে ন্যায় বিচার চাওয়ার জন্য জাগিয়ে না তোলে তাহলে কোন সত্যিটা আপনাদের নাড়া দেবে?” পায়েল জানিয়েছেন তিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন।
অনুরাগ কাশ্যপ নাকি প্রথমে পায়েলকে তার অফিসে ডেকেছিলেন এবং পরে বাড়িতে আসার কথা বলেছিলেন। প্রথমবার যে দিন অনুরাগ কাশ্যপের বাড়িতে গিয়েছিলেন সেদিন তারা কথাবার্তা বলেন এবং কিছু খাওয়া-দাওয়া করেন। কিন্তু দ্বিতীয়বার যখন পরিচালকের বাড়ি তিনি গিয়েছিলেন, তখন নাকি অনুরাগ ধূমপান ও মদ্যপান করছিলেন। যার জন্য অস্বস্তি বোধ করছিলেন বলে দাবি পায়েলের। এরপরে একটি অদ্ভুত গন্ধ পেয়ে অনুরাগকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করেন পায়েল। তখন পরিচালক জানান এটা গাঁজার গন্ধ।
Report by Mitali Ghosh _ Mumbai _ DS News
Reported on – 17-October-2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল