নিজস্ব সংবাদদাতা : ‘অনুশোচনা’য় শেষকিনা চোখের জল ফেলল এক ষাঁড়! ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায়। ব্যাপারটা কী খুলে বলা যাক। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে নৃপেন ভাওয়ালের ওষুধের দোকানটি যথেষ্ট পুরনো। এলাকার প্রায় সকলেই চিনতেন দোকান মালিককে । স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে দোকান থেকে বাড়ির ফেরার পথে একটি ষাঁড় গুঁতো মারে নৃপেনকে। গুরুতর আহত হন ওই ওষুধ ব্যবসায়ী। এরপর যথারীতি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা আর হয়নি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাতে মারা যান নৃপেন ভাওয়াল। নৃপেনবাবুর স্মরণে একটি স্মরণসভার আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে ষাঁড়ের গুঁতোয় প্রাণ হারিয়েছেন ওই ওষুধ ব্য়বসায়ী, স্মরণসভায় এসে হাজির হয় সেই ষাঁড়টি। দীর্ঘক্ষণে মৃতের ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল প্রাণীটি। এমনকী, ছবির দিকে এগিয়ে গিয়ে অনুশোচনায় নাকি সে চোখের জলও ফেলেছে! নিজের চোখে সবটা দেখেও যেন বিশ্বাস করতে পারছিলেন না কেউই। সবাই এক বাক্যে স্বীকার করেছেন, বিশ্বাসে মিলায়ে বস্তু- তর্কে বহুদূর।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন