নিজস্ব সংবাদদাতা : করোনা আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর পরিবারের আরও অনেকের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্রের খবর। চিকিত্সকের পরামর্শে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। কয়েক দিন বাদেই লক্ষ্মী পুজো। প্রতিবছর নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর পুজো করেন অপরাজিতা। এবার কোভিডের থাবায় সেই উত্সব থেকেও দূরে থাকতে হবে তাঁকে। টলিউডে কোভিডের থাবা শুরু হয়েছিল ভবানীপুরের মল্লিকবাড়ি দিয়ে। রঞ্জিত মল্লিক, তাঁর স্ত্রী, মেয়ে কোয়েল মল্লিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। কোয়েলের স্বামী তথা প্রযোজক নিসপাল রানেও করোনা আক্রান্ত হয়েছেন। তারপর একে একে পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, সোহম থেকে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্ষীয়ান অভিনেতা করোনা নিয়েই বেলভিউতে ভর্তি হন ২৩ দিন আগে। কোভিড মুক্ত হলেও অন্যান্য অসুখে এদিন দুপুর পর্যন্ত সৌমিত্রবাবুর অবস্থা অত্যন্ত সংকটজনক।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন