নিজস্ব সংবাদদাতা : করোনা টিকা হাতানোর চেষ্টা করতে পারে মাফিয়ারা। এবার এমন সতর্কবার্তাই জারি করল ইন্টারপোল। ১৯৪টি সদস্য দেশের উদ্দেশে আন্তর্জাতিক পুলিশের সতর্কবার্তায় বলা হয়েছে, করোনা ভ্যাকসিন বয়ে নিয়ে যাওয়া গাড়িগুলির উপর সরাসরি হামলা করে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে অপরাধীরা। শুধু তাই নয়, ইন্টেরনেটের মাধ্যমেও চলতে পারে টিকা চুরির চেষ্টা। প্রথম দেশ হিসেবে ব্রিটেনই ফাইজার-বায়োএনটেকের সম্ভাব্য কোভিড প্রতিষেধকের ছাড়পত্র দিয়েছে।আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনের সর্বত্র এই প্রতিষেধক মিলবে। আর ব্রিটেনের সঙ্গে পাল্লা দিয়েই এদিন স্পুটনিক ফাইভ প্রয়োগের কথা ঘোষণা করেছে রাশিয়া। সব মিলিয়ে বাজারে আরও বেশ কয়েকটি টিকা আসা প্রায় নিশ্চিত। বিশ্লেষকদের মতে, ইটালিয়ান মাফিয়া বা জাপানের ইয়াকুজার মতো গোটা বিশ্বে সংগঠিত অপরাধীদের অত্যন্ত শক্তিশালী বেশ কয়েকটি সংগঠন রয়েছে। সেগুলির কাছে আর্থিক ও লোকবল রয়েছে প্রচুর। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে খোদ পুলিশ বাহিনী ও সরকারি আমলাদের মধ্যেও রয়েছে এদের প্রভাব। ফেল করোনা ভ্যাকসিন নিরাপদে রাখাও একটা বড় চ্যালেঞ্জ পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলির কাছে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা