নিজস্ব সংবাদদাতা : পাঁচবার হাজিরা দেওয়ার কথা থাকলেও অসুস্থতা, যাতায়াতের সমস্যা সহ একাধিক কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন।অবশেষে আদালতে হাজিরা দিলেন ছত্রধর মাহাতো । নগর দায়রা আদালতের এনআইএ বিশেষ কোর্টে তিনি হাজিরা দেন। লালগড়ে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় এক দশক পর তদন্তভার গ্রহণ করেছে এনআইএ । সেই মামলায় এ দিন ছত্রধর কে হাজিরের নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। এছাড়াও ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশন রাজধানী এক্সপ্রেস আটকের ঘটনারও তদন্তভার গ্রহণ করেছে এনআইএ। ২০০৯-এর ২৭ অক্টোবর ছত্রধর মাহাতোর নিঃশর্ত মুক্তির দাবিতে ঝাড়গ্রামের বাঁশতলায় স্টেশনে ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস আটকে দেয় জনসাধারণের কমিটি। প্রায় ছয় ঘণ্টা আটক থাকার পর রাজধানী এক্সপ্রেস ছাড়া হয়। ওই ঘটনায় প্রথমে মামলা দায়ের করে ঝাড়গ্রাম জিআরপি। এরপর চলতি বছরের এপ্রিলে মামলাটি গ্রহণ করে এনআইএ। এই মামলায় অবশ্য ছত্রধর অভিযুক্ত নন। এদিকে এর আগে এনআইএ বিশেষ আদালতের বিচারক ছত্রধরের গ্রেপ্তারির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ। শীঘ্রই মামলাটি শুনানির সম্ভাবনা।
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন