মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি ডোনাল্ড ট্রাম্প


নিজস্ব সংবাদদাতা : জো বাইডেনের কাছে একপ্রকার হার স্বীকার করেই নিলেন ডোনাল্ড ট্রাম্প। গত ৩ নভেম্বর প্রতিদ্বন্দ্বি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ট্রাম্প। যদিও হার স্বীকার করেননি তিনি। ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে বেশ কয়েকবার আদালতের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। সব আবেদন খারিজ হয়ে গিয়েছে। চিনের সঙ্গে জো বাইডেনের গোপন আঁতাঁত রয়েছে বলে ভোটের আগে থেকেই সরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে এমনকি এ-ও বলতে শোনা গিয়েছিল, বাইডেন ক্ষমতায় এলে আদতে আমেরিকা চালাবে বেজিংই। সরকারি ভাবে তাঁর ‘জয়’ ঘোষণা না-হলেও সেই বাইডেন এখন নিজের ক্যাবিনেট গোছাচ্ছেন। ফেডারেল এজেন্সি যখন স্বতঃপ্রণোদিত হয়ে জো বাইডেনকে হোয়াইট হাউসে পৌঁছে দিতে অগ্রণী হল তখন সরকারি কর্মীদের ক্ষমতা হ্স্তান্তরের নির্দেশ দিলেন ট্রাম্প।, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখে জেনারেল সার্ভিসেস অ্য়াডমিনিস্ট্রেটর এমিলি মার্ফি জানান যে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া করতে রাজি ট্রাম্প প্রশাসন। এমিলির এই চিঠির পরই টুইট করেন ট্রাম্প। টুইট করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ”লড়াই করুন, আমার বিশ্বাস আমরা জয়ী হবই। আমাদের দেশের স্বার্থে, আমি এমিলি ও তাঁর টিমকে বলছি, প্রোটোকল অনুযায়ী যা করার প্রয়োজন, তা করা হোক। এটা আমার টিমকেও বলেছি”। মার্ফি বাইডেন প্রশাসনকে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়ে যাওয়ার অর্থ এবার থেকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় বাইডেনের দল সরকারের কাছে অর্থ সাহায্য পাবে এবং সরকারি আধিকারিকদের সহযোগিতাও পাবে।

Share this News
error: Content is protected !!