নিজস্ব সংবাদদাতা : ”আমি সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞ। এটা দেশবাসীর জয়। বন্দেমাতরম। ভারতমাতা কি জয়।”মু্ম্বইয়ের তলোজা জেল থেকে বেরিয়ে ভিকট্রি সাইন দেখিয়ে একথা বলেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী।বম্বে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন নাকচ হওয়ার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্ণব । বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে জামিনের আবেদনের শুনানি হয়। অর্ণব গ্রেফতার মামলায় মহারাষ্ট্র সরকারকে কাঠগড়ায় তুলে সওয়াল করেন অর্ণবের আইনজীবী হরিশ সালভে।অর্ণবের আইনজীবী বলেন, ”অবশ্যই অপরাধের প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ আচরণ থাকতে হবে। মহারাষ্ট্রে যদি কোনও ব্যক্তি আত্মহত্যা করেন এবং সরকারকে দোষী করেন, তাহলে কি মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে? কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার বিস্তারিত দিক খুঁজে বের করতে হবে।”অর্ণব গোস্বামীর অন্তর্বর্তীকালীন জামিন মামলার শুনানিতে বম্বে হাইকোর্টের নির্দেশে প্রথমেই অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। যার জেরে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে মহারাষ্ট্র সরকারকে। কোন যুক্তিতে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করা হয়েছে? তা নিয়েই মূলত প্রশ্ন তোলা হয় এদিন। ব্যাক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার প্রসঙ্গ উত্থাপন করেও হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, ‘কেউ যদি কোনও চ্যানেল দেখতে পছন্দ না করেন, তাহলে দেখবেন না। যদি আমার উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি চ্যানেলটি দেখব না। মতাদর্শের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। কিন্তু সাংবিধানিক আদালতে সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। আমরা আজ যদি এই মামলায় হস্তক্ষেপ না করি, তাহলে আমরা ধ্বংসের পথে হাঁটব।’একই সঙ্গে হাই কোর্টের উদ্দেশ্যে শীর্ষ আদালতের কড়া বার্তা, ‘ব্যক্তি স্বাধীনতা রক্ষার্থে নিজেদের ক্ষমতা প্রয়োগ করুন’।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল