অবশেষে হার স্বীকার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন বাইডেন জয়ী হয়েছে। তবে সেইসঙ্গে ভোট কারচুপির অভিযোগ করতেও ছাড়লেন না।
ট্যুইটারে বাইডেনের জয়ের কথা লেখেন। তবে ভোটে কারচুপির কথাও বলেন।
নির্বাচনে ভরাডুবির পরও কোনোভাবেই হার মানতে রাজি ছিলেন না তিনি।
স্ত্রী মেলানিয়া, কন্যা ইভাঙ্কা ও জামাই জারেড কুশনার প্রত্যেকেই ট্রাম্পকে হার স্বীকার করার ও বাস্তব মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও লাভ হয়নি প্রথমে। কুশনার নিজে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন। বাবার এই জেদে বেশ লজ্জিত হন কন্যা ইভাঙ্কা। বাবাকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছে সে।
তবে গোটা ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের পাশে ছিলেন দুই ছেলে। তাঁরা অবশ্য ট্রাম্পের জেদ বজায় রাখার পক্ষপাতী। ডোনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্প মনে করেন ট্রাম্প যা করছেন, একেবারেই ঠিক কাজ করছেন। ট্রাম্প অনুরাগীদের এরিক জানিয়েছেন এই নির্বাচনের ফল সাজানো। ভোট চুরি করা হয়েছে। তাই এই ফল মেনে নেওয়ার দরকার নেই।
ট্রাম্প জানিয়ে ছিলেন, ‘আমিই ভোটে জিতেছি।’ সেইসঙ্গে আবারও একবার ভোটে কারচুপির অভিযোগ জানিয়েছেন তিনি। লিখেছেন, তাঁর অবজারভারদের ঢুকতে দেওয়া হয়নি। এমনটা আগে কখনও হয়নি বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বহু মেল ইন ব্যালট নাকি নয়ছয় হয়েছে।
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল