নিজস্ব সংবাদদাতা : হাসপাতাল থেকে ছুটি পেলেন বাংলার সেরা আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবারই তাঁকে ছুটি দেওয়ার কথা থাকলেও তিনি শেষমেশ নিজের ইচ্ছেতে থেকে যান আরও ২৪ ঘন্টা। বৃহস্পতিবার তিনি সকাল সাড়ে দশটা নাগাদ ডিসচার্জ হন। তাঁকে খয়েরি জ্যাকেট পরে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। তিনি গ্রিন করিডর দিয়ে বেহালার বাড়ির দিকে রওনা হন। তাঁর জন্য যে সমর্থকদের আকুলতা ছিল, সেটি ভেবেই তিনি জানিয়ে দিয়েছেন আমার জন্য যে এত চিন্তা করেছে, তার জন্য ধন্যবাদ। তিনি চিকিত্সকদের ধন্যবাদ দিয়েছেন। তিনি হাত নেড়েছেন। বলেছেন, ”আমি আবারও কাজে ফিরব। এবার আমার জীবনে অন্য উড়ান শুরু হল।” উডল্যান্ডসে হাসপাতালে মহারাজের দেখভালের দায়িত্বে ছিলেন তিন সদস্যের প্যানেল। তাঁরা হলেন ডাঃ সরোজ মন্ডল, ডাঃ সৌতিক পান্ডা ও ডাঃ সপ্তর্ষি বসু। গত মঙ্গলবার তাঁকে দেখে যান ডাঃ দেবী শেঠী। সেদিনই জানিয়েছিলেন তিনি, সৌরভের হার্ট অনেকবেশি স্ট্রং, তিনি ক্রিকেট খেলতে পারবেন, বিমানও চালাতে পারবেন। শুধু দরকার একটু সতর্কতা। এদিকে ঘরের ছেলে ঘরে ফিরবে, এই আশাতে বেহালা বীরেন রায় রোডের বাড়িতে হাজির ছিলেন বেশ কিছু দাদার সমর্থক। তাঁদের হাতে নানা প্ল্যাকার্ড, ব্যানার ছিল। তাঁর বাড়ির সদর দরজা খোলাই ছিল। হাসপাতাল এদিন সকালে বুলেটিনে জানিয়েছে, আজও সৌরভ গঙ্গোপাধ্যায়ের রুটিন ইসিজি হয়েছে। এর পরে ১৪ দিন বাদে তাঁকে পরীক্ষার জন্য ফের আসতে হবে হাসপাতালে। তখনই সব দেখে শুনে বাকি দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
Report by Sports Desk
Reported on – 07/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন