দরজার তালা ভেঙে নয়,অভিনব কায়দায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতারে। ভাতারের মুরাতিপুর গ্রামের বাসিন্দা চাঁদনীহার খাতুন। তিনি আই সি ডি এস কর্মী।বছর পাঁচেক আগে চাঁদনীহারা খাতুনের স্বামী মারা যায়। তিনি ছোট মেয়ের বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেছিলেন । মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে ১১লক্ষ টাকা নিজের বাড়িতে রেখে ছিলেন তিনি।
গত শনিবার তিনি সপরিবারে একটি বিয়ের অনুষ্ঠান আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়িতে কেউ ছিল না ।গতকাল সোমবার সন্ধ্যায় তিনি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে দেখেন বাড়ির মধ্যে থাকা এক্সট্রা চাবিগুলি ফ্রিজের উপরে রাখা রয়েছে। এরপরই তার চোখ কপালে উঠে যায়। তিনি দেখেন বাক্সের মধ্যে রাখা এগার লক্ষ টাকা ও গহনা কিছুই নেই । সব টাকা ও গহনা চুরি হয়ে গেছে । অথচ অদ্ভুত ব্যাপার।বাড়ির একটি তালাও ভাঙ্গা নেই।
এই ঘটনায় চাঁদনীহারা খাতুনের মাথায় আকাশ ভেঙে পড়েছে। মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করা টাকা চুরি হওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এরপর তিনি ভাতার থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Report by web desk
Reported on – 09/02/2021
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার