নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় মন্ত্রী রামদান আঠাওয়ালের দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আরপিআই)-এ যোগ দিলেন অনুরাগ-বিদ্বেষী মডেল পায়েল ঘোষ । তাঁকে দলের মহিলা শাখার সহ-সভানেত্রীর পদ দেওয়া হয়েছে। ৩১ বছরের পায়েল কলকাতার স্কটিশ চার্চ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন ছাত্রী। ২০১৭ সালে তাঁর হিন্দি ছবিতে আত্মপ্রকাশ। তাঁর প্রথম ছবির নাম ‘পটেল কি পঞ্জাবি শাদি’। রাজনীতিতে যোগ দিয়ে পায়েল জানিয়েছেন, দেশের সেবা করতেই রাজনীতিতে আসা। পাশাপাশি, তাঁর বক্তব্য, ”অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে লড়ার জন্য রামদাস’জি আমাকে মনের জোর জুগিয়েছেন। ভবিষ্যতেও তিনি আমাকে ওই লড়াইয়ে সাহায্য করবেন।” পায়েল অভিযোগ করেছিলেন, অনুরাগ তাঁর শ্লীলতাহানি করেছেন। তাঁকে ধর্ষণ করারও চেষ্টা করেছেন। যদিও অনুরাগ জানিয়েছিলেন, ওই অভিযোগ একেবারেই মনগড়া এবং ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসার পর অনুরাগ বলেছিলেন, তিনি বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খোলায় তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ এনে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ওই মর্মে অনুরাগ টুইটও করেছিলেন। যাতে তিনি লিখেছিলেন, ‘আর কত নীচে নামা হবে’! পায়েলের দলে যোগদানের পর কেন্দ্রীয় মন্ত্রী আঠাওয়ালে বলেছেন, ‘অনুরাগকে দ্রুত গ্রেফতার করা হবে ‘।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল