নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার কলকাতা থেকে ডায়মন্ড হারবারে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলা হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই কনভয়ের সঙ্গে থাকা কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের কনভয়েও হামলা হয়েছিল। তার রেশ কাটার আগেই ফের সেই জেলাতেই সভা করল বিজেপি। পাথরপ্রতিমার মিলন মোড়ে ওই সভায় অভিষেককে ‘ভাইপো’ সম্বোধন করে কৈলাস বলেন, ”ভাইপো ২৫ লাখের চশমা পরেন। এটা কি মেহনতের পয়সা? নাকি এটা চুরির পয়সা, কয়লা চুরির পয়সা?” এই প্রসঙ্গে কৈলাশের রুচি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপি নেতৃত্বকে নিশানা করে সৌগত বলেন, ”আমরাও বলতে পারি মোদী কত টাকার চশমা পরেন। ৫০০ কোটি টাকা দিয়ে বিমান কিনেছেন। কৈলাসের নিজের ছেলে ভোপালে পুর আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন। অমিত শাহের ছেলে জয়ের সম্পত্তি কত গুণ বেড়েছে? এসব প্রশ্ন আমরাও তুলতে পারি। কিন্তু উনি তুলতে পারবেন না। তা হলে দল থেকে ওঁকে বের করে দেবেন।” এখানেই থিম থাকেননি সৌগত রায় , বলেছেন ‘অভিষেক যুবক। ওঁকে নিয়ে এই ধরনের আক্রমণ নিম্নরুচির পরিচয়। কৈলাস বিজয়বর্গীয়কে আমি নিম্নমানের নেতা বলে মনে করি। মধ্যপ্রদেশে পাত্তা না পেরে অশান্তি সৃষ্টির জন্য এখানে এসেছেন। আর বলছেন চুরির পয়সা, কয়লা চুরির পয়সা। ওদের হাতেই তো কেন্দ্র। তদন্ত করে প্রমাণ দিন।”
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন