নিজস্ব সংবাদদাতা : বছর ঘুরলেই একুশের বিধানসভা নির্বাচন। আর তার আগেই বাংলা জয়ে উঠে পড়ে লেগেছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার একদিন পর মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এবার মাঠে নামলেন। অমিতাভের শাশুড়ি তথা জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি এখন থাকেন ভোপালে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা নরোত্তম মিশ্র ইন্দিরা ভাদুড়ির সঙ্গে দেখা করেন। তাঁকে অনুরোধ করেন বাংলার মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য। ইন্দিরা দেবীকে তিনি বলেন, ‘ দিদির শাসন বাংলাকে নষ্ট করে দিচ্ছে। রাজ্যটাকে আইনের শাসনহীন একটা রাজ্যে পরিণত করেছে। যেভাবে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র উপর হামলা হয়েছে তা নিন্দনীয়।’ নরোত্তম মিশ্রর কথায়, ‘আমি ইন্দিরাজির সঙ্গে দেখা করে তাঁকে অনুরোধ করেছি, সোনার বাংলা যাতে নষ্ট না হয়ে যায়, তা নিশ্চিত করতে বঙ্গবাসীকে বার্তা দিন।’নরোত্তম মিশ্র আরও বলেন, ‘ভোপাল সহ এমপির অনেক অংশে বাঙালি জনগোষ্ঠীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। অতীতে শরণার্থী সঙ্কটের সময়ে মধ্যপ্রদেশে প্রচুর পরিমাণে বাঙালি থাকার ব্যবস্থা করা হয়েছিল। এমনকি কোভিড -১৯ লকডাউন চলাকালীন বাংলার প্রচুর পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশে কর্মরত ছিলেন। বিশেষ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে তাদের নিজ রাজ্যে পাঠানো হয়েছিল’। তিনি আরও বলেন, ‘আমি মধ্যপ্রদেশের বাসিন্দা। দুর্ণীতিপরায়ন দিদির সরকারকে বাংলা থেকে সরিয়ে দেওয়ার জন্য সকল বাঙালিকে আহ্বান জানাই।’ ২০২১ সালে বাংলাই পাখির চোখ বিজেপির। বহু কৌশলে ঘুঁটি সাজাচ্ছে তারা। রাজ্যে নিয়মিত যাতায়াত করছেন দলের শীর্ষ নেতারা। এমনকী তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নামও। রাজনৈতিক মহলের দাবি, বাংলায় সেভাবে বিজেপি এখনও মুখ তৈরি করতে পারেনি। তাই সর্বভারতীয় শক্তিকে কাজে লাগাতে চায় তারা।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল