নিজস্ব সংবাদদাতা : রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়ায় সমাবেশে ভাষণ দেওয়ার আগে “মমতা সরকারের মৃত্যুঘন্টা বেজে গিয়েছে” বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তবে অমিত শাহের বিধানসভার ভোটের আগে রাজ্যে আসাকে গিমিক বলেই কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।বৃহস্পতিবার চিত্তরঞ্জন দাশের জন্মদিবসে কেওরাতলা শ্মশান সহ একাধিক জায়গায় তাঁর মূর্তিতে মাল্যদান করেন পুরমন্ত্রী। সেখানে অমিত শাহের রাজ্যসফর সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, “বিজেপি শাসিত উত্তরপ্রদেশের দলিত সম্প্রদায়ের মেয়েকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরিবারের লোক মেয়েটিকে শেষ দেখাও দেখতে পারেনি। বহু আদিবাসী বিজেপি শাসিত রাজ্য গুলিতে অত্যাচারিত হচ্ছে। অমিত শাহ নিজেদের সেই দোষ ঢাকতে এখন এখানে এসে নাটক করছে”।পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর পরামর্শ, “অমিত শাহ নিজের পার্টিকে সামলাক। ওরা যেভাবে নিজেদের মধ্যে লড়াই-ঝগড়া করছে, আগামী দিনে নিজেদের মধ্যেই খুনোখুনি লেগে যাবে। বাঁকুড়ায় সাংগঠনিক সভার পর চতুরদিহি গ্রামে গিয়ে অমিত শাহ মধ্যাহ্নভোজন করেন বিভীষণ হাঁসদার বাড়িতে। সেখানে খেঁজুর পাতার চাটাইয়ের উপর বসে কাঁসার থালার উপর কলাপাতায় মধ্যাহ্নভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মেনুতে ছিল, ভাত, শাক, পটল বেগুন ভাজা, বিউলির ডাল, কুমড়োর ডালনা, আলু পোস্ত ও পোস্তর বড়া। আর শেষ পাতে ছিল চাটনি ও বেলিয়াতোড়ের বিখ্যাত মেচা সন্দেশ। একদিকে বিভীষণ হাঁসদা আর অন্যদিকে দিলীপ ঘোষকে পাশে নিয়ে বেশ তৃপ্তি করে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ । তাঁর সঙ্গে একসঙ্গে বসে খাওয়া সারেন কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা-সহ অন্য নেতারাও।এদিকে আদিবাসী পরিবারের সঙ্গে অমিত শাহের খাবার বিষয়টিকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। দলিত আদিবাসীদের জন্য কি করেছে বিজেপি প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী। একই সঙ্গে তিনি বলেন, অমিত শাহ দুপুরবেলা খাবেন আদিবাসী বাড়িতে সন্ধ্যেবেলা চলে যাবে পাঁচতারা হোটেলে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন