নিজস্ব সংবাদদাতা : রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে আটক করল মুম্বই পুলিশ। অর্ণবের অভিযোগ তাঁকে হেনস্থা করেছে পুলিশ। ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। অর্ণবের অভিযোগ যে, তাঁর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর স্ত্রী, ছেলে, শ্বশুর ও শাশুড়ির সঙ্গেও অভ্যবতা করেছে পুলিশ বলে অভিযোগ। দুই ইন্টিরিওর ডিজাইনারকে, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল অর্ণব গোস্বামীকে।পুলিশ সূত্রে খবর, তাঁকে আলিবাগ থানায় নিয়ে যাওয়া হবে। বেশ কিছুদিন ধরেই মুম্বই পুলিশের সঙ্গে সংঘাত চলছিল রিপাবলিক টিভির সম্পাদকের। সুশান্ত সিং রাজপুত মামলা থেকে ফেক টিআরপি কেস, একাধিক মামলায় অর্ণবের নাম উঠে আসছিল। দোষারোপ পাল্টা দোষারোপ চলছিল মুম্বই পুলিশ আর রিপাবলিক টিভি-র মধ্যে। এরইমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনা। সেই মামলাতেই আটক করা হল অর্ণবকে। ৫৩ বছরের নায়েক ও তাঁর মা কুমুদ দু’বছর আগে আলিবাগে আত্মহত্যা করেন। নিজের সুইসাইড নোটে নায়েক বলেন যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দু’জনের থেকে তিনি ৫.৪০ কোটি টাকা পেতেন।আর সেই টাকা না পাওয়ায় কনকর্ড ডিজাইনসের ম্যানেজিং ডিরেক্টর নায়েক আত্মহত্যা করেন। অর্ণবকে আটক করার ঘটনায় বক্তব্য রাখতে গিয়ে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেড়কর জানান, ‘আমরা মহারাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হামলার নিন্দা করি। একটা সংবাদমাধ্যমের সঙ্গে এমন আচরণ করা যায় না। এই ঘটনা আমাদের জরুরি অবস্থার সময় সংবাদমাধ্যমের সঙ্গে হওয়া আচরণকে মনে করিয়ে দেয়।’
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল