মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

অল্পের জন্য রক্ষা পেলেন আজহার

নিজস্ব সংবাদদাতা : টানা কর্মসূচীতে ব্যস্ত মহম্মদ আজহারউদ্দিন। বর্ষশেষে এসে রাজস্থান সফরে এসে ভয়ঙ্কর এক পথ দুর্ঘটনায় পড়লো আজহারের গাড়ি। তিনি কোনওক্রমে বেঁচে গিয়েছেন। সপরিবারে রাজস্থানের রণথম্বোরের উদ্দেশে যাত্রা করছিলেন আজহার। কোটা মেগা হাইওয়েতে সুরওয়াল থানার কাছেই দুর্ঘটনা ঘটেছে। আচমকা গাড়িটি কোনও ডিভাইডারে ধাক্কা মারে। তারপর সেটি উলটেও যায়। স্বাভাবিক ভাবেই গাড়িটির প্রবল ক্ষতি হয়েছে। সেটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পরে দেখা যায়, একেবারে অক্ষত রয়েছেন আজহার। এয়ার ব্যাগ সময়মতো খুলে যাওয়ায় প্রাণহানির হাত থেকে বেঁচে গেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। পরে তিনি ও তাঁর পরিবার একটি অন্য গাড়িতে করে স্থানীয় এক হোটেলে যান বিশ্রাম নিতে। তবে কী কারণে তাঁর এমন ঝটিতি রাজস্থান সফর সেটি আজহারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। আজহারের গাড়ির স্পিড পরীক্ষা করে দেখছেন তারা। ২০১১ সালে এরকমই একটি পথ দুর্ঘটনায় নিজের ছোট ছেলে আয়াজউদ্দিনকে হারান আজহার। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় ১৯ বছরের তরুণ ক্রিকেটার আয়াজের। এদিনের দুর্ঘটনা সেই স্মৃতি যেন তাজা করে দিলো। দিন কয়েক আগেই বিসিসিআইয়ের বার্ষিক সভায় নিজের রাজ্যের প্রতিনিধি হিসেবে যোগ দিতে দেখা গিয়েছিল আজহারকে । ভারতের প্রাক্তন অধিনায়ক বোর্ড সচিব জয় শাহের দলে ছিলেন তিনি । মোতেরা স্টেডিয়ামের ওই ম্যাচে জয় শাহর দলের হয়ে গুরুত্বপূর্ণ ৩৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসের সুবাদেই সৌরভের অর্ধশতরানের ইনিংস সত্ত্বেও জয় শাহর দলই ম্যাচ জিতে নেয়।

Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 31/12/2020

Share this News
error: Content is protected !!