নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগণার অশোকনগরের ২২ নং ওয়ার্ডের বাইগাছি এলাকায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল ওএনজিসির অষ্টম তেল ও গ্যাস উত্তোলন প্রকল্প। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থির ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই প্রকল্প যে পশ্চিমবঙ্গের মাটিতে এক ঐতিহাসিক কাজ হয়ে থাকবে তা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।দুই বছর আগে ওএনজিসি অশোকনগরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার খুঁজে পায়। ২০১৮ সালে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অশোকনগরের একটি কুয়ো থেকে প্রতিদিন ১ লাখ কিউবিক মিটার গ্যাস নির্গত হচ্ছে। তবে তা ব্যবহারের যোগ্য কিনা তা জানতে ওই উত্তোলিত তেল হলদিয়া শোধনাগারে পাঠিয়ে গুণমান খতিয়েও দেখা হয়।এখনও পর্যন্ত এই প্রকল্পে প্রায় তিন হাজার কোটি টাকা লগ্নি করেছে ওএনজিসি। ভবিষ্যতে আরও লগ্নি হবে বলেও এদিন জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এরআগেও পশ্চিমবঙ্গের সমুদ্রতীরবর্তী এলাকায় গ্যাস পাওয়া গেলেও দেখা যায়, তা ব্যবহারের অযোগ্য ছিল। কিন্তু অশোকনগরের বাইগাছি এলাকায় পাওয়া গ্যাস ও তেল ব্যবহারের যোগ্য এই সম্মতির পরেই ঝড়ের গতিতে প্রকল্পটি গড়ে তোলা হয়।ওই প্রকল্পর অধিগৃহীত জমিতে যারা চাষ করতেন তাদের মধ্যে কয়েকজন উপযুক্ত ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে কিছু বিক্ষোভ দেখায়। তবে ভবিষ্যতে উন্নয়নের আশায় খুশি এলাকাবাসীদের বড় অংশ। নতুন আর্থিক বছরে বাণিজ্যিক ভাবে তেলের উত্পাদন শুরু হলে তা শুধু এলাকারই নয়, গোটা রাজ্যের আর্থিক দিক থেকেও উন্নতি হবে বলেই মনে করছে বিশিষ্ট মহল। এদিন অনুষ্ঠানে এসে পেট্রোলিয়াম মন্ত্রী জানান এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি রাজ্যে ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। স্থানীয় বাসিন্দারা কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।অনেক বছর আগেই পৃথিবীর মানচিত্রে জানা গিয়েছিল পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণে গ্যাস ও তেলের ভান্ডার রয়েছে। প্রায় ৭০ বছরের দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে সাফল্য পেল ওএনজিসি।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন