সবসময়ই বিতর্কের শীর্ষে থাকেন পুনম পাণ্ডে। করোনা পরিস্থিতির মাঝে বিয়েও করেছেন তিনি। এমনকি সেই বিয়ে নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। এবার ফের অভিযোগের মুখে সেই পুনম। গ্রেফতার করা হল পুনম পাণ্ডেকে।
গোয়ায় অশ্লীল ভিডিও শুট করেছেন তিনি। আর যে জায়গায় শ্যুট করেছেন, সেটা মোটেই উপযুক্ত নয়। আর তার পরিপ্রেক্ষিতেই পুনমের বিরুদ্ধে গোয়া ফরওয়ার্ড পার্টিং মহিলা শাখার তরফে অভিযোগ দায়ের করা হয়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও একজন ব্যক্তি পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যদিও তাঁর নাম জানা যায়নি বলেই জানিয়েছেন কানাকোনা থানার পুলিশ। জেরার জন্য অভিনেত্রী-মডেলকে ডেকে পাঠানোও হতে পারে।
গোয়া ফরওয়ার্ড পার্টির সহ সভাপতি দুর্গাদাস কামাতের অভিযোগ, চাপোলি ড্যামে অশ্লীল ভিডিও শুট করেছেন পুনম। আসলে ওই জায়গাটি জলসম্পদ দফতরের নিয়ন্ত্রণাধীন। এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়ায় মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকে। তাই কীভাবে ওই জায়গায় এমন অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হল সেই প্রশ্নও করেন ফরওয়ার্ড পার্টির সহ সভাপতি।
Report by Chetali Mondal
Reported on – 06/11/2020
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব