নিজস্ব সংবাদদাতা : শেষ নিশ্বাস ত্যাগ করলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৬ বছরের বর্ষীয়ান এই রাজনীতিবিদ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যর খোঁজ নিতে হাসপাতালে এসেছিলেন রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। হাসপাতালে আসার পর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তাঁকে এই দুঃসংবাদ জানান । প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু সংবাদ সাংবাদিকদের সামনে ঘোষণা করেছেন হিমন্তবিশ্ব শর্মা। গত ২৫ অগস্ট করোনায় আক্রান্ত হন তিনি। টানা দু’ মাস হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৫ অক্টোবর তিনি ছাড়া পান। তরুণ গগৈয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধি। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র গৌরব গগৈ জানিয়েছিলেন, তাঁর বাবাকে দেখতে অনেকেই এসেছেন। দেশের বিভিন্ন মুখ্যমন্ত্রীও খোঁজখবর নিচ্ছিলেন। তবে শেষ রক্ষা হলো না। প্রবীণ নেতার প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েন দেশের রাজনৈতিক নেতারা। নরেন্দ্র মোদি টুইটে দুঃখপ্রকাশ করে লেখেন,”শ্রী তরুণ গগৈ একজন জনপ্রিয় নেতাই নন, একজন প্রখ্যাত প্রশাসকও। তাঁর জীবন রাজনৈতিক অভিজ্ঞতায় পরিপূর্ণ। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। পরিবার ও তাঁর সমর্থকদের প্রতি সহানুভূতি জানাই। ওঁম শান্তি।” টুইটে শোকবার্তা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। বলেন, ‘তরুণ গগৈই একজন প্রকৃত কংগ্রেস নেতা ছিলেন। অসমের সমগ্র জনজাতিকে একত্র করে তাঁদের উন্নতি সাধনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি’। অসমের বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল গভীর শোকপ্রকাশ করে বলেন , ‘আমরা বিপরীত রাজনৈতিক ঘরাণার হলেও তরুণ গগৈ বরাবর সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন’।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল