নিজস্ব সংবাদদাতা : অ্যাভিয়ান ইনফজলুয়েঞ্জা নিয়ে রিপোর্ট দিয়েছে কেন্দ্র। দেশের অন্তত ৭টি রাজ্যে পাওয়া গিয়েছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার হদিশ। ওই সাত রাজ্যের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে এই রোগ আরও বেশি করে ছড়িয়ে না পড়ে। কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাত, উত্তর প্রদেশ- এই সাত রাজ্যের জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মত্স্য মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়। মত্স, পশুপালন ও ডেয়ারি মন্ত্রক জানিয়েছে, পোল্ট্রি মালিক ও সাধারণ মানুষকে (ডিম এবং মুরগির গ্রাহক) এই রোগ সম্পর্কে সচেতন করতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। মুরগী ও ডিম খাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের আস্থা ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধুমাত্র গুজবের কারণেই মাংস-ডিমের কারবারে ক্ষতি এড়াতে তত্পরতা নেওয়া হচ্ছে। এছাড়াও, রাজ্যগুলিকে পোল্ট্রি বা হাঁস-মুরগির সুস্থ সংরক্ষণে আরও কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেব্যাপারে পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ওই ছয় রাজ্যের পাশাপাশি রাজধানী দিল্লিতেও বার্ড-ফ্লুয়ের আতঙ্ক। ময়ূরবিহার এলাকায় শ’য়ে-শ’য়ে কাকের মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রাস্তায় যত্রতত্র পড়ে থাকতে দেখা গেছে মৃত কাক। দিল্লির সঞ্জয় লেকেও একাধিক হাঁসের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গিয়েচে। মৃত কাকের দেহ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
Report by ওয়েব ডেস্ক
Reported on – 10/01/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল