নিজস্ব সংবাদদাতা : মার্কিন ই-কমার্স সংস্থার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করল ইওরোপীয় ইউনিয়ন। ইওরোপীয় ইউনিয়নের এক্সিকিউটিভ কমিশনের অভিযোগ, ই-কমার্স ব্যবসা প্রতিযোগিতায় ‘সাধারণ’ ঝুঁকি এড়াতে গোপন বাণিজ্যিক তথ্য ব্যবহার করেছে অ্যামাজন। ২০১৮ সাল থেকে খুচরো ব্যবসা ও বাজার হিসেবে অ্যামাজনের কারবারে নজরদারি করছিল ইওরোপীয় ইউনিয়ন। শুধু তথ্যের অপব্যবহারই নয়। পণ্য বিক্রি করতে তৃতীয় সংস্থার সাহায্য নেওয়ার অভিযোগও উঠেছে মার্কিন ই-কমার্স সংস্থার বিরুদ্ধে। কমিশন জানিয়েছে, গোটা বিশ্বে অ্যামাজন যা যা বিক্রি করেছে, তার অর্ধেকের বেশি পণ্য তৃতীয় সংস্থার সাহায্যেই হয়েছে। জানা গিয়েছে, অ্যামাজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে শাস্তি হিসেবে অ্যামাজনকে তাদের মোট মুনাফার ১০ শতাংশ টাকা জরিমানা দিতে হবে।ইওরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্স ও জার্মানি, এই দু’টি দেশই অ্যামাজনের সবচেয়ে বড় বাজার। যদিও অ্যামাজন এই সমস্ত অভিযোগকে খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, ‘আমরা এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করছি। তবু এ বিষয়ে খতিয়ে দেখব।’ শুধু অ্যামাজন নয়, গুগলের বিরুদ্ধেও একই অভিযোগ এনেছে ইওরোপীয় ইউনিয়ন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল