নিজস্ব সংবাদদাতা : আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের পদত্যাগ গ্রহণ করলেন না সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। সচিবের পদত্যাগ নিয়ে সভাপতি বলছেন, ”আমি অত্যন্ত ব্যথিত। ওর পদত্যাগ গ্রহণ করিনি। ও আমার ভাইয়ের মতো। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আলোচনা করব, ওকে থেকে যাওয়ার জন্য বোঝাব।” শনিবার সকালে আইএফএ সচিবের হঠাত্ পদত্যাগের পেছনে ইস্টবেঙ্গল ক্লাবের নাম জড়িয়েছে। জানা গিয়েছে, কন্যাশ্রী কাপের সেমির ম্যাচে, শুক্রবার নিয়ম ভেঙে পুলিশ এসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব তিনজন আন্তঃরাজ্য ফুটবলার খেলায়। অথচ দু’জনের বেশি আন্তঃরাজ্য ফুটবলার খেলানোর নিয়ম নেই। মীনা খাতুন, যিনি শেষবার মুম্বইয়ের হয়ে খেলেছিলেন, তাঁকে ইস্টবেঙ্গল মীনা বেগম নামে সই করিয়ে স্থানীয় ফুটবলার বলে ইস্টবেঙ্গলে ম্যাচ খেলায়। সেমিফাইনালে পুলিশ এসিকে টাই ব্রেকারে হারিয়ে ইস্টবেঙ্গল ফাইনালে উঠেছে। এরপরই অবৈধভাবে ফাইনালে ওঠা নিয়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। এদিকে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ক্লাবের কর্তা দেবব্রত সরকার জানান ”আমাদের কোনও ভুলই নেই। ভুলটা আইএফএ-র। যে তিন ফুটবলারকে খেলানো নিয়ে অভিযোগ তোলা হচ্ছে, আইএফএ-র রেজিস্ট্রেশন ফর্মে তাদের ‘নিউ’ হিসেবে দেখানো আছে। ”এই দোষের কথা মেনে নিয়ে অজিত বন্দ্যোপাধ্যায় বলেন ,”অবশ্যই দোষটা আমাদের। আমাদের কোনও ক্লার্কের ভুল এটা। এর জন্য ভবিষ্যতে আমাদের সতর্ক থাকতে হবে। সবসময় সচিব বা সভাপতির পক্ষে এগুলো খুঁটিয়ে দেখা সম্ভব হয় না। কিন্তু অবশ্যই দায়টা আমাদের ওপরই এসে পড়ে। কিন্তু এর জন্য সচিব পদত্যাগ করবে, এটা হয় না।”
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’