নিজস্ব সংবাদদাতা : আইএসএলে স্বপ্নের ফর্মে ছিলো এটিকে-মোহনবাগান। জয়ের হ্যাটট্রিক করে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছিলো অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল।ফের চতুর্থ জয়ের লক্ষ্যে মাঠে নামে সবুজ-মেরুণ ব্রিগেড। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। প্রতিযোগিতায় তিনটি ম্যাচ খেললেও, জয় অধরা ছিল ওয়েন কোয়েলের দল জামশেদপুর এফসির । ফলে জিততে মরিয়া ছিল জামশেদপুরও। এদিন টানটান উত্তেজনার ম্যাচে খেলতে নামে দুই দল । প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে জামশেদপুর এফসি ।জামশেদপুরের বিরুদ্ধে প্রথম ৩০ মিনিটে মরশুমের প্রথম গোল হজম করে এটিকে-মোহনবাগান । প্রথমার্ধের শেষে ১-০ গোলে পিছিয়ে যায় এটিকে-মোহনবাগান ।। দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই ম্যাচে গোলের দরজা খুলতে মরিয়া চেষ্টা করে সবুজ-মেরুন শিবির । ৫০ মিনিটে রয় কৃষ্ণার দুরন্ত শট প্রতিহত করে জামশেদপুর এফসির গোলরক্ষক টিপি রেহনেশ । ৫১ মিনিটে কর্নার থেকে গোল করতে ব্যর্থ হয় এটিকে-মোহনবাগান। দু-দু’বার কর্নার পেয়েও গোলে রাখতে পারেননি এডু গার্সিয়া। ৬৬ মিনিটে ফের ভালস্কিলের গোলে ২-০ তে পিছিয়ে যায় এটিকে-মোহনবাগান । ৮০ মিনিটে গোলের দরজা খোলে সবুজ-মেরুন বিগ্রেড । রয় কৃষ্ণার গোলে ব্যাবধান কমায় এটিকে-মোহনবাগান । ৮৫ মিনিটে ফের দারুণ সুযোগ নষ্ট করে এটিকে মোহনবাগান । এরপর মরিয়া চেষ্টা করেও আর গোলের দরজা খুলতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড । এদিন ম্যাচে ছন্নছাড়া ডিফেন্স দেখা যায় এটিকে মোহনবাগানের । আপাতত ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান। আর প্রথম জয়ের পর চার ম্যাচে পাঁচ পয়েন্ট ঝুলিতে ভরে সাত নম্বরে উঠে এল জামশেদপুর।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল