নিজস্ব সংবাদদাতা : আইএসএলে প্রথম পয়েন্ট ঘরে তুলল এসসি ইস্টবেঙ্গল। যে জামশেদপুর এফসি টানা তিন ম্যাচ জেতা এটিকে মোহনবাগানের জয়রথ থামিয়েছিল আগের ম্যাচে, সেই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৬৮ মিনিটের বেশি সময় ধরে দশ জনে খেলে আটকে দিল রবি ফাউলারের লাল হলুদ ব্রিগেড। জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল চার ম্যাচ খেলে এই প্রথম একটি পয়েন্ট ঘরে তুলল। এর ফলে ইস্টবেঙ্গল অবশ্য লিগ তালিকায় সবার শেষে ১১ তম স্থানেই থাকল। অন্যদিকে জামশেদপুর এক পয়েন্ট পেয়ে তালিকায় পঞ্চম স্থানে উঠে এল।এদিন অবশ্য প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেন ফাউলার। আক্রমণে শুরু থেকে জেজেকে নামান। গোলে শঙ্কর রায়। কিন্তু খেলা শুরুর ২৪ মিনিটেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লাল-হলুদের ইউজেনসন লিংডো। তবু ১০ জনের এসসি ইস্টবেঙ্গল ভালসকিস-মনরয়দের বিরুদ্ধে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গেল। ইস্টবেঙ্গলের কাছে এই ড্র অবশ্যই সন্তোষজনক। জামশেদপুরের আক্রমণ বার বার প্রতিহত করে গিয়েছেন লালহলুদের ডিফেন্ডাররা। তবে আক্রমণ বিভাগে এখনও দুর্বল লাগছিল তাদের। ৮৫ মিনিটের কাছাকাছি পর পর দু’টো কর্নার পায় লালহলুদ। কিন্তু কর্নার থেকে ফিনিশিং করতে পারেনি তারা। এর মধ্যে স্কট নেভিলের দোষও কোনো অংশে কম ছিল না। অন্যদিকে ম্যাচের ৯২ মিনিটের মাথায় জামশেদপুরের রেন্থেলেই লাল কার্ড দেখেন।তখন অবশ্য ম্যাচ শেষ লগ্নে। শেষ কয়েক মিনিট দুই দল ১০ জনে খেললেও স্কোরলাইন গোলশূন্যই থেকে যায়।এই ম্যাচের পর ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে জামশেদপুর। অপরদিকে ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের একদম শেষে রয়েছে এস সি ইস্টবেঙ্গল।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ