নিজস্ব সংবাদদাতা : ১২ দিন ধরে দিল্লি-হরিয়ানার সংযোগস্থল সিঙ্ঘু সীমানায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার কৃষক। তাঁদের সমর্থনে আগেই মুখ খুলেছিলেন অলিম্পিক পদকজয়ী বক্সার তথা কংগ্রেস সদস্য বিজেন্দ্র সিং। এবার নিজে সিঙ্ঘু সীমানায় হাজির হন। সেখানে বলেন,”সরকার তিনটি কালো আইন প্রত্যাহার না করলে ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেব।”বিজেন্দ্র আরও বলেন, ”পঞ্জাবে প্রশিক্ষণ নিয়েছি আমি। ওখানকার রুটি খেয়েছি। আজ কৃষকরা ঠান্ডায় পড়ে রয়েছেন, ভাই হিসেবে পাশে দাঁড়াতে এসেছি আমি। হরিয়ানার আরও অনেক খেলোয়াড়ই আসতে চেয়েছিলেন কিন্তু সকলেই সরকারি চাকরি করেন। এখানে এলে চাকরিতে কোপ পড়তে পারে। তবে কৃষকদের পাশেই আছেন বলে জানিয়েছেন সকলে।”কৃষি আইনের বিরুদ্ধে কৃষক বিক্ষোভকে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছেন হরিয়ানার বক্সার। সোশ্যাল মিডিয়ায় বারবার কৃষকদের পাশে আছেন বলে জানিয়েছেন। এমনকী, ভিডিও বার্তায় মোদি সরকারের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছে,’ কৃষকরাই সব তৈরি করবে আর তারাই সব সুবিধা থেকে বঞ্চিত হবে। এটা ঠিক নয়। দাবি না মানলে সরকারকেই সমস্যায় পড়তে হবে। কারণ মানুষই সরকার গড়ে। অন্য পথে হাঁটলে তার পতন হতেও সময় লাগবে না’। এবার সোজা যুদ্ধের ময়দানে পদার্পণ বিজেন্দ্রর । উত্তরভারতের কনকনে ঠান্ডার মধ্যেও ‘কালো’ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মাটি কামড়ে পড়ে রয়েছেন কৃষকরা। দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন মোদি সরকারের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে তাঁদের শীতবস্ত্রের জন্য এক কোটি টাকা দিলেন পঞ্জাবের গায়ক তথা অভিনেতা দিলজিত্ দোসাঞ্জ। পঞ্জাবি গায়ক সিঙ্গা সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ