মার্চ 31, 2023

Disha Shakti News

New Hopes New Visions

আইপিএল শেষে অস্ট্রেলিয়া সফর বিরাটদের

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পুরনো সুচি বাতিল করা হয়েছে। দিন কয়েকের মধ্যেই নতুন করে সূচি ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম সূচি অনুযায়ী টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে ২৭ নভেম্বর থেকে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। সেক্ষেত্রে ১০ নভেম্বর শেষ হচ্ছে আইপিএল। অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইনের নিয়ম ১৪ দিনের। বিসিসিআই পূর্ণাঙ্গ সিরিজের জন্য সব ক্রিকেটারদেরই একসঙ্গে অস্ট্রেলিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। করোনা আবহের জন্যই এই সিদ্ধান্ত। এটা করার কারণ,  এক বায়ো-বাবল থেকে অন্য বায়ো-বাবলে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধে। আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে বায়ো-বাবলে থাকা ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় বায়ো বাবলে প্রবেশ করবে। এর ফলে ঝুঁকি অনেকটাই কম থাকবে। প্রয়োজনে বিকল্প ক্রিকেটারও দলের সঙ্গে থাকবে।

Share this News
error: Content is protected !!