নিজস্ব সংবাদদাতা : বুধবার অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে রওনা দিল টিম ইন্ডিয়া। সেফটি কিট পরে দুবাই থেকে অস্ট্রেলিয়ার বিমানে উঠলেন বিরাটরা।বোর্ডিংয়ের আগে বিরাটদের সেই ছবি টুইটারে পোস্ট করল বিসিসিআই। টুইটে বিসিসিআই-এর তরফে লেখা হয়েছে, ‘#TeamIndia is BACK! Let’s embrace the new normal.’ প্রথমে তিন ওয়ান ডে-র সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করতে চলেছেন বিরাটরা। ২৭ নভেম্বর সিডনিতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ। তিন ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড, মানুকা ওভালে। তারপর শুরু হবে টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ হবে ৪ ডিসেম্বর ক্যানবেরায়। পরের দু’টি টি-২০ ম্যাচ হবে এসসিজি-তে। এরপর চার টেস্টের সিরিজ হবে ১৭ ডিসেম্বর। অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট খেলবে বিরাটরা। নতুন সেফটি কিট পরে অস্ট্রেলিয়ার বিমান ধরলেন তিন ফর্ম্যাটের মোট ৩০ জন ভারতীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাটিতে অবতরণের পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিরাটদের সঙ্গে গেলেন না সদ্য আইপিএল চ্যাম্পিয়ন রোহিত শর্মা। চোট সারিয়ে আইপিএলে মাঠে নামায় তাঁকে টেস্ট দলে ঢোকায় নির্বাচকরা। ওয়ান ডে এবং টি-২০ সিরিজে রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই সময় তিনি এনসিএ-তে রি-হ্যাবে থাকবেন। তারপর ফিটনেস পরীক্ষায় পাশ করে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন।অন্যদিকে স্ত্রী অন্তঃসত্ত্বা থাকায় পিতৃত্বকালীন ছুটি নিয়ে এই টেস্টের পরই দেশে ফিরবেন ক্যাপ্টেন কোহলি।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ