নিজস্ব প্রতিনিধি , বেহালা , কলকাতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে বেহালার শরৎ সদনে হয়ে গেল এক জমকালো , হৃদয় ছুঁয়ে যাওয়া অনুষ্ঠান। পথ চলা শুরু হলো বেহালা নাগরিক মঞ্চের। বেহালার মানুষের স্বার্থে , তাঁদের পাশে থাকার ভাবনা নিয়ে শুরু হল এই পরিবারের পথচলা।



বেহালা নাগরিক মঞ্চের সম্পাদক এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে অমর একুশ অনুষ্ঠানের আহ্বায়ক সমাজসেবী দেবজীৎ পান্ডের ভাবনায় এই অনুষ্ঠান।




এদিনের সন্ধ্যার মূল আকর্ষণ ছিল বিধায়ক এবং কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার এবং তাঁর স্ত্রী দেবযানী বসু কুমারের যৌথ শ্রুতি নাটকের উপস্থাপনা। বেহালার শরৎ সদন তখন দর্শক ভর্তি , দেবাশীষ কুমার এবং দেবযানী বসু কুমারের শ্রুতি নাটক উপস্থাপনা দর্শকদের মন ছুঁয়ে যায়।


এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চ্যাটার্জী। থাকলেন পৌরপিতা এবং মেয়র পারিষদ তারক সিং , পৌরপিতা এবং মেয়র পারিষদ অভিজিৎ মুখার্জী , পৌরমাতা সঞ্চিতা মিত্র , পৌরপিতা পার্থ সরকার সহ সমাজের বিশিষ্টজনেরা।






থাকলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব চ্যাটার্জী। প্রণববাবু বেহালা নাগরিক মঞ্চের এই অনুষ্ঠানের জন্য আহ্বায়ক দেবজীৎ পান্ডেকে ধন্যবাদ জানান , বলেন এই ধরণের অনুষ্ঠান করলেই মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসা , সম্মান আরও বাড়ে।


বেহালার বাংলা শিক্ষক এবং বেহালার কৃতি সন্তানদের এদিন দর্শক আসনে গিয়ে সম্মান জানানো হয়। বেহালার নক্ষত্রদের খুঁজে বার করে এই সম্মান জানানো , প্রশংসার যোগ্য , বললেন বিধায়ক রত্না চ্যাটার্জী। সমাজসেবী দেবজীৎ পান্ডের এই উদ্যোগকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে হবে , বললেন বেহালা পূর্বের বিধায়ক।


এদিন এই অনুষ্ঠানে শ্রুতি নাটক করতে পেরে খুব আনন্দিত বললেন বিধায়ক মেয়র পারিষদ দেবাশীষ কুমার। বাংলা ভাষার জন্য বেহালা নাগরিক মঞ্চের এই প্রয়াস খুবই ভালো বললেন শিল্পী দেবাশীষ কুমার।


এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশেষভাবে দেবজীৎ পান্ডে কে ধন্যবাদ জানান মেয়র পারিষদ তারক সিং।

এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণমূলক অংশগ্রহণ করেন সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য , অভিনেতা ভাস্কর ব্যানার্জী , বিশ্বনাথ বসু , সঙ্গীত শিল্পী মানবী মুখোপাধ্যায় , কুন্তল ব্যানার্জী , ঐশ্বর্য সাহা , পারমিতা হালদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই আম্রপালি গ্রূপের নৃত্য সবার মন ছুঁয়ে যায়।












শ্রুতি নাটক , কৃতীদের সম্মান এবং ভরপুর সঙ্গীতানুষ্ঠান সব কিছু দারুণভাবেই উপভোগ করলেন হলভর্তি দর্শকরা।




বেহালার শরৎসদনে এদিন হয়ে গেল আগামীর এক রূপরেখার সূচনা।




Follow us : Face Book , Youtube Address : dishashaktinews // Portal Address : www.dishashaktinews.com


More Stories
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র
সাংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রেতাদের ভীড় : জমজমাট বাঁকুড়া খাদি মেলা
বাঁকুড়ায় জমে উঠেছে খাদি মেলা