নিজস্ব সংবাদদাতা : ডিসেম্বরের পর থেকেই করোনার ভ্যাকসিন বিতরণের তোড়জোড় শুরু হয়ে যাবে। আগামী বছর শুরুতেই করোনার টিকা চলে আসতে পারে ভারতের বাজারে। আশ্বাসবাণী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের । সেই সঙ্গে তিনি এও বলেছেন, যে একটা নয় একের বেশি ভ্যাকসিনের ডোজ আসতে পারে দেশে। ৪০ থেকে ৫০ কোটি ভ্যাকসিনের ডোজ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। জুলাই মাসের মধ্যে ২০-২৫ কোটি মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আগেই বলেছিলেন, টিকা চলে এলে সবচেয়ে আগে তিনিই ডোজ নেবেন। সুরক্ষার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়ে তবেই টিকার বিতরণ শুরু হবে। বিদেশ থেকে যে টিকা আসবে তারও পরীক্ষানিরীক্ষা করেই দেশের বাজারে ছাড়া হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে টিকার সংরক্ষণ ও বিতরণের কর্মসূচী নেওয়া হবে। সবচেয়ে আগে দরকার টিকার সংরক্ষণ।এয়ার ট্রান্সপোর্টের পরে টিকার সংরক্ষণ না হলে ডোজ নষ্ট হয়ে যেতে পারে। এরপরে ঠিক করা হবে কী পরিমাণে টিকার ডোজ রাজ্যগুলিতে পাঠানো হবে। তার জন্য গাইডলাইন তৈরি হচ্ছে। দেশের তৈরি কোভিড ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। সেফটি ট্রায়ালের প্রতিটি রেজাল্টেই তা প্রমাণিত হয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। একদিকে যখন দেশের তৈরি কোভিড ভ্যাকসিন নিয়ে আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন, অন্যদিকে সাময়িকভাবে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ রাখল ওষুধ প্রস্তুতকারী সংস্থা জনসন অ্যান্ড জনসন। এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।কিছুদিন আগেই সম্ভাব্য করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের প্রস্তুতি শুরু করে জনসন অ্যান্ড জনসনের গবেষকরা। ৬০ হাজার স্বেচ্ছাসেবকের উপরে টিকা প্রয়োগ করার কথা ছিল। অনলাইনে স্বেচ্ছাসেবকদের নাম নথিভুক্তকরণও শুরু হয়েছিল। কিন্তু তারই মাঝে এই দুঃসংবাদ। গত মাসেই মার্কিন মুলুকের এক স্বেচ্ছাসেবী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য করোনা ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল ক্লিনিক্যাল ট্রায়াল। বেশ কয়েকদিন পরে অবশ্য ফের ট্রায়াল চালু হয়েছিল। পরে অক্সফোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়, ‘সম্ভাব্য করোনার টিকা নেওয়ার জন্য ওই স্বেচ্ছাসেবক অসুস্থ হননি।’
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল