নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ অগ্নিকাণ্ড বাড়িতে! শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হলো জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রীর। কেষ্টপুরের সমর দে সরণিতে তাঁর তিনতলা বাড়ির দোতলায় আগুন লাগে। ওই বাড়িতেই থাকতেন জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। রবিবার সকাল আটটা নাগাদ বাইরে খেকে দেখা যাচ্ছিল, দাউ দাউ করে জ্বলছে ঘর-বরান্দা। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। তালা ভেঙে ভিতরে ঢুকে গৃহকর্তা জয়ন্ত শাস্ত্রীকে উদ্ধার করেন দমকল কর্মীরা। বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। চিকিত্সকরা জানিয়েছেন, আগুনে শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে জয়ন্ত শাস্ত্রীর। প্রথমে দমকলকে বেগ পেতে হয় আগুন নেভাতে। শেষমেশ দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। সকলের ভবিষ্যত বলে দেওয়া জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী তবে কি দেখতে পেয়েছিলেন এই ভয়ানক ভবিষ্যতটা, অনেকের মনেই এই প্রশ্ন উঠেছে।
New Hopes New Visions
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল