এবার একেবারে দোরগোড়ায় অভিষেক। শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে মাত্র কিছুটা দূরে কাঁথির দইসাই মাঠে আজ জনসভা করবেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যেভাবে গত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর বাকযুদ্ধ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কাঁথির বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে অভিষেকের সভার প্রস্তুতি একেবারে তুঙ্গে।
গত কয়েক মাসে ‘মীরজাফর শুভেন্দু’ এবং ‘তোলাবাজ ভাইপো’ এই দুটি শব্দ রাজনীতির এক অঙ্গ হয়ে উঠেছে। শুভেন্দু দলবদল করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মঞ্চ থেকে শুভেন্দুকে ‘মীরজাফর’ তকমা দিয়ে লাগাতার আক্রমণ করে চলেছেন।
অন্যদিকে বিজেপিতে যোগদানের দিন থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে কড়া আক্রমণ করছেন বিভিন্ন সভা থেকে। এমন পরিস্থিতিতে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে শুভেন্দুহীন পূর্ব মেদিনীপুর জেলাকে আরও শক্তিশালী করে তুলতে এবার জেলায় আসছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কাঁথির দইসাই মাঠে তিনি একটি বিরাট মাপের জনসভা করবেন আজ । অভিষেকের সভার জন্য প্রায় ১৫০০ স্কয়ার ফিটের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। শুক্রবার সেই সভামঞ্চে পরিদর্শন করেন অভিষেক ঘনিষ্ঠ পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর মামুদ হোসেন সহ অন্যান্যরা। প্রায় ২ লক্ষ মানুষের জমায়াতের টার্গেট রয়েছে নেতৃত্বদের।
Report by web desk
Reported on – 05/02/2021
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বড়িশায় শুরু বইমেলা ,চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত