রাত পোহালেই ‘তারা পূজা’ কোজাগরী লক্ষ্মী পূজার দিন তারা মায়ের আবির্ভাব তিথি বা জন্মদিন এই দিনে রামচন্দ্রের কুলো গুরু মহামুনি বশিষ্ঠ দেব তারা মায়ের দর্শন পান ত্রয়োদশীও চতুর্দশীর সন্ধিক্ষণে মাকে গর্ভগৃহে থেকে বিশ্রাম মন্দিরে নিয়ে আসা হয়। এবং মাকে স্নান করিয়ে রাজবেশে সুসজ্জিত করা হয় ।ও মঙ্গল আরতি করার পর ।পূজা আরম্ভ হয় বিভিন্ন জায়গার রাজবাড়ী, রায়বাড়ি ও বিভিন্ন গ্রামের বার্ষিক পূজা ও বলিদান হয়ে থাকে। এইদিন তারা মায়ের দুপুরে অন্নভোগ হয়না তাই আমাদের সেবাইতদের বাড়ীতে অরন্ধন।মা যেহেতু উপবাস থাকেন সেহেতু আমরাও উপবাস থাকি। এইদিন তারা মাকে চিঁড়ের ভোগ ও নানা রকম ফল ও মিষ্টি দিয়ে পূজা করা হয় সন্ধ্যা আরতির পর মাকে পুনরায় আনা হয় গর্ভগৃহে তারপর মাকে স্নান করিয়ে রাজবেশে সুসজ্জিত করে পূর্ণিমার নিশি পূজা করা হয় মাকে রাত্রে খিচুড়ি ও পাঁচমিশালি সবজি মাছ ও বলিদান এর পাঁঠার মাংস চাটনি পরমান্ন এবং কারণ দিয়ে ভোগ নিবেদন করা হয়। তারপর সেবাইতদের বাড়িতে মায়ের ভোগ নিয়ে আসা হয় ।এবং মায়ের প্রসাদ গ্রহণ করে থাকে । সারাবছর মায়ের মুখ উত্তর দিকে থাকে । কিন্তু এই দিন মায়ের মুখ পশ্চিম দিকে থাকে এদিন মা কল্পতরু হয়ে থাকেন ভক্তিভরে যে যা চাই মা তা পূরণ করেন ।
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়