আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দলের একটি সভাতেও প্রধান বক্তা হিসেবে হাজির থাকবেন নরেন্দ্র মোদী। তার আগে নিজেই শনিবার বাংলায় টুইট প্রধানমন্ত্রীর । টুইটে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘‘আগামিকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে , বিপিসিএল-এর তৈরি এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবো।’’
একুশের ভোটের আগে সরগরম রাজ্য-রাজনীতি। এক মাসের মধ্যে পরপর দু’বার বঙ্গ-সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় বিপিসিএল-এর তৈরি এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এরই পাশাপাশি রবিবার প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অধীনে ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পশ্চিমবঙ্গে তাঁর রবিরারের কর্মসূচি সম্পর্কে বাংলায় বিস্তারিতভাবে টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, ‘‘আগামিকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে , বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবো।একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি – দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করবো।’’
Report by web desk
Reported on – 07/02/2021
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন