আজ ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক বামেদের৷ বাম ছাত্র -যুব সংগঠনের মিছিলে পুলিশের লাঠিচার্জ৷ এমনকি আন্দোলনকারীরা মৌলালিতে অবরোধ করলে,সেখানেও লাঠিচার্জ করে পুলিশ৷ এমনটাই বামেদের অভিযোগ৷
প্রতিবাদে রাজ্য বামফ্রন্ট ও বাম সহযোগী দলগুলোর পক্ষ থেকে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টার রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷
বৃহস্পতিবার ছিল ১০টি বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান৷ ওই মিছিল ডোরিনা ক্রসিং এ পৌঁছলে পুলিশ বাধা দেয়৷ মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে প্রথমে জল কামান, কাঁদানে গ্যাস এবং পরে লাঠিচার্জ শুরু করে পুলিশ। বেশ কয়েকজন ছাত্রের মাথা ফেটে যায় বলে অভিযোগ করে এসএফআই।পুলিশের লাঠির আঘাতে অন্তত ৫০ জন বাম সমর্থক জখম হয়েছে বলে দাবি সংগঠনের৷
অন্যদিকে কলকাতায় ধর্মতলা ডোরিনা ক্রশিং এলাকায় যে পরপর ব্যারিকেড করা হয়। তারই একটি ভেঙে বাম সংগঠনগুলির মিছিল এগোতেই শুরু হয় লাঠি চার্জ। জলকামান চার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটানো হতেই মিছিল আরও মারমুখী হয়ে ওঠে।ধর্মতলায় বাধা পেয়ে মৌলালিতে অবরোধ, বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের। সেখানেও লাঠিচার্জ করে বিক্ষোভ হঠাল পুলিশ।
পাল্টা অভিযোগ পুলিশের৷ বাম সংগঠনগুলির মিছিল থেকে পুলিশের দিকে ইট ছোঁড়া হয়। তাতে আহত হয়েছেন ডিসিপি সহ বেশ কয়েকজন পুলিশকর্মীও৷
Report by web desk
Reported on – 12/02/2021
New Hopes New Visions
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা