নিজস্ব সংবাদদাতা : ভ্রাতৃদ্বিতীয়ার সকালে রেল লাইনে মাথা দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক।মৃত যুবকের নাম দিগন্ত সরকার (২৫)।ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের চাঁদখালি-ক্যানিংয়ের মাঝে আপ লাইনে।স্থানীয় সূত্রে জানা গেছে ক্যানিং থানার মাতলা ১ গ্রামপঞ্চায়েতের নোনাঘেরি এলাকায় পেশায় দর্জি বিনয় সরকারের একমাত্র সন্তান দিগন্ত সরকার।কলকাতা বঙ্গবাসী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।ইদানিং বিয়ের জন্য দেখাশোনাও চলছিল দিগন্তের।পাশাপাশি কলেজে পড়াশোনা চলাকালীন বারাসতের পৌলমী রায়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে এই যুবকের।পরিবারের লোকজন সেকথা জানতে পেরেই বিয়ের কথাও প্রায় পাকা করে ফেলেন। দিগন্ত একটু জেদি স্বভাবের । ফলে বাড়ি থেকে যখন তখন জেদ করে বেরিয়ে অন্যত্র চলে যেতো সে ।দিগন্তের বন্ধুবান্ধবরা জানিয়েছেন , বিগত একমাস আগেও রাতে বাড়ি থেকে বেরিয়ে এসে চাঁদখালি ষ্টেশনে রাতে একা বসে থাকতো সে । বন্ধুবান্ধবরা খবর পেয়ে রাতেই বুঝিয়ে বাড়িতে পাঠায়।সোমবার সকালেও স্নান সেরে ভালো পোশাক পরে বাড়িতে কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ে দিগন্ত। ক্যানিং – চাঁদখালি ষ্টেশনের মাঝে চলন্ত ট্রেনের সামনে লাইনে মাথা দিয়ে আত্মঘাতী হয় এই যুবক।ভাইফোঁটার সকালে এমনই মর্মান্তিক ঘটনা দেখে মর্মাহত হয়ে পড়েন এলাকাবাসীরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া। ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার পরিজনেরা।দিগন্তর এমন পরিণতির কথা শুনে শোকস্তব্ধ তাঁর প্রেমিকা পৌলমীও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশ। তারাই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠান। কেন দিগন্ত আত্মঘাতী হলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক বা প্রেমের সম্পর্কে কোনও ঝামেলা চলছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন