নিজস্ব সংবাদদাতা : আত্মজীবনী লেখার পরিকল্পনা নিয়ে দ্বন্দে পড়েছেন সইফ আলি খান। তাঁর বক্তব্য, আত্মজীবনীতে সত্য কথাই লিখবেন তিনি। এবং তাতে মানুষের কাছে আরও অপ্রিয় হয়ে উঠতে পারেন। তিনি বলেছেন, ‘সত্যি বলছি, আমি ঠিক জানি না যে আমি কীভাবে নিজেকে প্রস্তুত করব, আমার জন্য যে ১০০ শতাংশ কটাক্ষ অপেক্ষা করবে তার জন্য।’ দেশের বেশিরভাগ মানুষই নেতিবাচক মনোভাবে বিশ্বাসী এবং তাঁরা সত্য কথা বিশ্বাস করবে না বলে মনে করছেন সইফ । সেকারণেই এই পরিকল্পনা বাতিলের ইচ্ছাপ্রকাশ করেছেন অভিনেতা । কারণ সম্প্রতি তিনি দাবি করেছিলেন, তাঁকেও নেপোটিজম-এর শিকার হতে হয়েছে। বলিউডে নিজের জমি পেতে লড়াই করতে হয়েছে। এরপরই সইফকে ট্রোল করে জনতা প্রশ্ন করে, মনসুর আলি খান এবং শর্মিলা ঠাকুরের ছেলেকে কীভাবে লড়াই করতে হয়? সেকারণেই আত্মজীবনী লেখা নিয়ে দোটানায় পড়েছেন ছোটে নবাব । প্রকাশকদের এখনও নিজের স্থির সিদ্ধান্ত জানাননি তিনি।
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব