নিজস্ব সংবাদদাতা : নির্বাচনে জোর ধাক্কার পর এবার আদালতেও ধাক্কা খেল ট্রাম্প শিবির। পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও মিশিগানে ভোটে কারচুপির অভিযোগে রিপাবলিকানদের করা মামলা খারিজ হয়ে গিয়েছে আদালতে। ডেট্রয়েট এলাকায় ভোটে জালিয়াতি ও কারচুপির অভিযোগে মামলা করেছিল রিপাবলিকান শিবির। সেই মমলা খারিজ করে দেন বিচারক। অ্যারিজোনায় একইভাবে ফিনিক্স মেট্রো কেন্দ্রে ট্রাম্প শিবিরের ব্যালট ফের খতিয়ে দেখার দাবি খারিজ করে দেয় আদালত।আদালত সাফ জানায়, করোনা মহামারীর আবহে যোগাযোগ ব্যবস্থায় বিস্তর প্রভাব পড়েছে। ফলে ভোটগ্রহণের জন্য অতিরিক্ত তিনদিনের সময় দেওয়ার সিদ্ধান্ত সঠিক। বিচারক ডি ব্রুক্স সাফ বলেন, ‘বৈধ প্রত্যেকটি ভোট গণনা হওয়া উচিত।’ এর আগে পেনসিলভেনিয়ার সুপ্রিম কোর্ট নভেম্বরের ৬ তারিখ পর্যন্ত ব্যালট নেওয়া হবে বলে রায় দিয়েছিল। ভোটে কারচুপির অভিযোগে এই প্রদেশে প্রায় ১৫টি পৃথক মামলা করেছে ট্রাম্প শিবির।এদিকে, ডোনাল্ড ট্রাম্পের আইনি লড়াইকে ধাক্কা দিয়ে পেনসিলভেনিয়ার মামলা থেকে সরে দাঁড়িয়েছে আইনি পরিষেবা প্রদানকারী সংস্থা পোর্টার রাইট মরিস অ্যান্ড আর্থার।উল্লেখ্য, বেশ কয়েকদিন জল মাপার পর শুক্রবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চিন। তারা মেনে নিয়েছে হোয়াইট হাউসে আর ফিরবেন না ট্রাম্প।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল