নিজস্ব সংবাদদাতা : কিছুটা স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। আপাতত বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। তবে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় ফের তাঁকে রক্ত দিতে হয়েছে।হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্রর রক্তচাপ অনেকটাই স্বাভাবিক, হিমোগ্লোবিন স্টেবল হচ্ছে, প্লেটলেট কাউন্ট স্বাভাবিকের কাছাকাছি। এছাড়া তাঁর ইউরিয়া, ক্রিয়েটিনিন আয়ত্বের মধ্যেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইউরিনের পরিমাণ স্বাভাবিক রয়েছে।স্নায়ুর সমস্যা সেই আগের মতোই। করোনার রিপোর্ট নেগেটিভ থাকলেও ৮৫ বছর বয়স এবং কো-মর্বিডিটি থাকায় সৌমিত্রর শারীরিক পরিস্থিতি মাঝেমধ্যেই খারাপ হচ্ছে। মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতা বাড়েনি। গ্লাসগো কোমা স্কেলে সৌমিত্রর মস্তিষ্কের স্নায়ু সূচক ১০ এর কাছাকাছি। তবে চোখ খোলার চেষ্টা করছেন সৌমিত্রবাবু।প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মোটের উপর ভাল আছেন। মঙ্গলবার রাত আটটার বুলেটিনে এমনটাই জানিয়েছে বেলভিউ ক্লিনিক।তাঁকে শারীরিক ভাবে সুস্থ করার জন্য যে যে থেরাপি দেওয়া উচিত তা দেওয়া হচ্ছে। সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক ভাবে কিছুটা সুস্থ হলেই এবং তন্দ্রাচ্ছন্নভাব কাটলেই স্নায়ুর চিকিত্সা শুরু হবে বলে জানিয়েছেন ডাক্তার অরিন্দম কর। মেডিকেল টিম জানাচ্ছে, চিকিত্সকদের চেষ্টার পাশাপাশি একটা ভালো দিক হল উনি লড়াই করছেন। প্রায় এক মাস হতে চলল বর্ষীয়ান এই অভিনেতা হাসপাতালে চিকিত্সাধীন।
Report by Rahul Gupta
Reported on – 04/11/2020
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন