নিজস্ব সংবাদদাতা : বাবা নির্বাচনে হেরেছে, বোধহয় সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি ট্রাম্প পুত্র। অন্তত এমনটাই মনে করছেন সোশ্যাল মিডিয়ার জনতারা। আর হবে নাই বা কেন ? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের দিন ছিল গত ৩ নভেম্বর। কিন্তু এর এক সপ্তাহ পরে এসে মার্কিন ভোটারদের ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। যা নিয়ে রীতিমতো ট্রোলের শিকার হয়েছেন তিনি।আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মঙ্গলবার মার্কিন ভোটারদের ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়ে একটি টুইট করেছেন ট্রাম্পপুত্র।টুইটে তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের ভোটারদের ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাওয়ার অনুরোধ জানান।টুইটটি কিছুক্ষণ পরেই ডিলিট করে দেওয়া হয়। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এরিক ট্রাম্পের টুইটের স্ক্রিনশট।নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া অনেকটাই নিশ্চিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। তবে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি। নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।আগেই ট্রাম্প ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায় যে তাঁরাই জিতছেন। এবার ট্রাম্প ঘোষণা করলেন, আগামী সপ্তাহে আমেরিকাবাসীর জন্য থাকছে চমক। আগামী সপ্তাহে নির্বাচনের ফলাফল নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন বলে জানা গিয়েছে। আর সেই সূত্রে তিনি জানিয়েছেন, রিপাবলিকান দল জিততে চলেছে। আরো বড় সাফল্যের দিকে এগোচ্ছে দল।ইতিমধ্যেই মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছেন ট্রাম্প। তাই নিয়েও চলছে সমালোচনা। এবার মার্কিন প্রতিরক্ষা সচিবের পদে আসছেন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান এবং ডোনাল্ড ট্রাম্পের অতি পছন্দের পাত্র ক্রিস্টোফার মিলার। সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভরে আছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি একের পর এক হাস্য রস মিশ্রিত কটাক্ষে। সবকিছু নজরে রেখেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাঁর গদি ছাড়তে মোটেই রাজি নন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল