নিজস্ব সংবাদদাতা : করোনা সংক্রমণের আগেই মুক্তি পেয়েছিল রক্তরহস্য-র ট্রেলার। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১০ এপ্রিল। কিন্তু করোনা মহামারীর জন্য সেই ছবি মুক্তি পায়নি। বন্ধ হয়ে যায় সমস্ত সিনেমা হল। অবশেষে পুজোর মরশুমে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাই ২১ অক্টোবর অর্থাৎ পঞ্চমীতেই মুক্তি পাচ্ছে মোট ১২টি বাংলা ছবি। তার মধ্যে রয়েছে সৌকর্য ঘোষাল পরিচালিত ছবি ‘রক্তরহস্য’। সম্প্রতি নতুন করে রক্তরহস্য ছবির আরও একটি ট্রেলার মুক্তি পেল। আগের ট্রেলারের মতোই এই ট্রেলার দেখেও আন্দাজ করা যায় ছবির পরতে পরতে রয়েছে রহস্য। মুক্তির তারিখ অনেকটা পিছিয়েছে বলেই নতুন করে এই ট্রেলার তৈরি করা হয়েছে। সৌকর্য ঘোষাল পরিচালিত এই ছবিতে কোয়েল মল্লিককে দেখা যাবে এক রেডিও জকির চরিত্রে। চরিত্রটির নাম স্বর্ণজা। লক ডাউনের আগে হয়ে গিয়েছিল প্রথম ট্রেলার লঞ্চ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা