নিজস্ব সংবাদদাতা : ফাইজারের পর মডার্নাও তাদের তৈরি টিকাকে ছাড়পত্র দেওয়ার জন্য আবেদন জানাল আমেরিকা এবং ইউরোপের সংস্থার কাছে। আমেরিকার টিকা প্রস্তুতকারক সংস্থা মর্ডানার দাবি, করোনার বিরুদ্ধে এই টিকা ৯৪.১ শতাংশ কার্যকর। অত্যধিক ঝুঁকিপূর্ণ রোগীর উপর এই টিকা ১০০ শতাংশ কাজ করে। এনিয়ে Moderna-র চিফ মেডিক্যাল অফিসার ডা টাল জ্যাকস সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, ‘আমাদের হাতে যে ভ্যাকসিনটি রয়েছে তা অত্যন্ত কার্যকরী, এমনটাই আমরা মনে করি। এই অতিমারী দূর করার ক্ষেত্রে আমরা একটা বড় ভূমিকা নিতে পারব বলে আশা করি।’ অন্যদিকে Moderna-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে শর্ত সাপেক্ষে এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার আবেদন করা হবে। জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমতি পেলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সব জায়গায় তা পাঠিয়ে দেওয়া হবে। তবে মডার্নার টিকা বাজারে এলে তার দাম অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের থেকে বেশি হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। একই ছাড়পত্রের জন্য সম্প্রতি আবেদন জানিয়েছে ফাইজারও। ইতিমধ্যেই ইউরোপের সংস্থার কাছে ফাইজারের ডেটা পৌঁছে গিয়েছে। তারা তা পর্যালোচনা করে দেখছে। অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের তৈরি টিকার তথ্যও এখন পরীক্ষা করে দেখা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার স্পুটনিক রয়েছে ভ্যাকসিন প্রস্তুতির দৌড়ে। সবমিলিয়ে কোভিড নির্মূলে সম্ভবত একটা দীর্ঘ লড়াইয়ের প্রথম ধাপ সম্পন্ন করতে চলেছে বিশ্ব।
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়