নিজস্ব সংবাদদাতা : ২০২১ সালে সারা বিশ্বে যে অর্থনৈতিক বৃদ্ধি হবে তার ২৬.৮ শতাংশ হতে পারে চিনে। আরও চার বছর পর অর্থাত্ ২০২৫ সালে তা বেড়ে দাঁড়াতে পারে ২৭.৭ শতাংশ। বলা হয়েছে, এক লাফে এই বৃদ্ধির ফলেই মার্কিন যুক্তরাষ্ট্রের বৃদ্ধির হারকে বেশ কিছুটা পেছনে ফেলে দিতে পারে চিন। তবে ভারত, জার্মানি এবং ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করে বলা হয়েছে বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে এই তিন দেশ। বিশ্ব অর্থনীতিতে মানুষের ক্রয় ক্ষমতার যে সূচক রয়েছে তাতে এই মুহূর্তে শীর্ষে রয়েছে আমেরিকা। এতে মার্কিন অর্থনীতির অবদান ২৩ শতাংশ। চিন সেখানে অনেকটাই পিছনে, ১৫.৫ শতাংশ। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বলছে, ২০২৫ সালে এই সূচকের নিরিখে চিন পৌঁছে যেতে পারে ২৭ শতাংশের কাছাকাছি। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তরফে আরও বলা হয়েছে ব্রাজিল, মেক্সিকো, ভারত, ব্রিটেন- এই সমস্ত দেশগুলিতে করোনার প্রকোপ ব্যাপক। যার ফলে কয়েক কোটি মানুষ ক্রয় ক্ষমতা হারাতে পারেন । যা উদ্বেগজনক বলেই মনে করছেন অর্থনীতিবিদদের অনেকে। কোভিড পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতিতে গরিব মানুষের জন্য আরও দুর্দিন অপেক্ষা করছে। তেমনই ইঙ্গিত মিলেছে আইএমএফ-এর রিপোর্টে। বিশেষজ্ঞদের মতে ,কোভিড সংক্রমণে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। ভয়াবহ আর্থিক অধোগতির মধ্যে পৃথিবীর অধিকাংশ দেশ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল