নিজস্ব সংবাদদাতা : এবার বাইডেন সরকারের অর্থমন্ত্রকেও ভারতীয়দেরই রমরমা। সূত্রের খবর, ভাইস প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের পর এবার মার্কিন প্রশাসনের বাজেট প্রধানের পদে মনোনীত হলেন ‘আমেরিকান প্রোগ্রেস থিঙ্ক ট্যাঙ্ক’-এর সভাপতি তথা ভারতীয় বংশোদ্ভূত আমলা নীরা ট্যান্ডন। ৫০ বছরের নীরা ট্যান্ডন বাজেট প্রধানের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তৈরি হল নয়া ইতিহাস। সূত্র বলছে, এর আগে কোনও মহিলাকেই এই গুরুভার দেওয়া হয়নি। তাই নীরা ট্যান্ডনের হাতেই তৈরি হল রেকর্ড। ওয়াকিবহাল মহলের ধারণা ক্ষমতায় আসার আগে থেকেই মার্কিন অর্থনীতি বিভাগে বড়সড় রদবদলের ছক কষে রেখেছিলেন বাইডেন। মূলত ‘লিবারাল’ ও ‘সেন্ট্রিস্ট’ অর্থনৈতিক উপদেষ্টাদের দায়ভার দেওয়ার পরিকল্পনার ফসল হিসাবেই নীরার নিয়োগ। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রশাসনিক টিমে ঠাঁই পেয়েছে অন্তত ২০ জন ভারতীয় বংশোদ্ভূত। এঁদের মধ্যে তিনজন নেতৃত্বে থাকবেন। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী ডিফেন্স সেক্রেটারি ক্রিস মিলারের চিফ অফ স্টাফ নিযুক্ত হলেন ইন্দো-আমেরিকান কাশ্যপ প্রমোদ পটেল। সবমিলিয়ে আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক ভারতীয়রা স্থান পেয়েছেন। প্রসঙ্গত, আমেরিকায় ভারতীয় বা সাউথ এশিয়ান কমিউনিটির গুরুত্ব ক্রমশ বাড়ছে। এর অন্যতম কারণ সেই জনগোষ্ঠী এ বার ঝুলি ভরে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছে। এর পর সেই জনগোষ্ঠী থেকে একের পর এক প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। সম্প্রতি আরুণ মজুমদারকে মন্ত্রী হিসাবে বেছে নেওয়ার যে খবর প্রকাশিত হয়েছিল দেশের সংবাদমাধ্যমে, সেখানেও সেই যুক্তি স্পষ্ট।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল