নিজস্ব সংবাদদাতা : গত ২ সপ্তাহ ধরে ক্রমাগত আমেরিকায় ৭০,০০০ থেকে ৮০,০০০ জনের প্রতিদিন করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। প্রায় প্রতিদিন ১ লাখের কাছাকাছি আক্রান্ত যেমন হচ্ছেন মানুষ, তেমনই সেখানে হু হু করে বাড়ছে মৃত্যু। এদিকে, সব রেকর্ড ভেঙে গতকাল আমেরিকায় করোনায় ১ লক্ষ ৫৫ হাজার জন করোনায় এক দিনেআক্রান্ত হয়েছেন । প্রতিটি মিনিটে কার্যত আমেরিকায় একজন করে আক্রান্ত হচ্ছেন করোনায়। আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ১,৭০৭ জনের একই দিনে মৃত্যু হয়েছে আমেরিকায়। এঁরা সকলেই করোনা আক্রান্ত ছিলেন। প্রসঙ্গত, গত ৬ মাসে একদিনে মৃত্যুর হারে এই পরিসংখ্যানই সর্বাধিক।আমেরিকার ৪৭ টি স্টেটে প্রায় ১০ শতাংশ করে প্রতিদিনের নিরিখে বাড়ছে করোনার সংক্রমণ। গত সপ্তাহে উত্তর ডাকোটা, আইওয়া সহ একাধিক জায়গায় বিপজ্জনক হারে করোনার সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা দেখা যায়।সামনেই আমেরিকা জুড়ে ক্রিস্টমাসের মরশুম সেদিকে তাকিয়ে আরও আতঙ্ক বাড়ছে। এদিকে, কলেজ পড়ুয়া ও স্কুল পড়ুয়াদের উত্সবের ছুটির পরও বাড়ি থেকেই পড়াশোনা করার নির্দেশ দিতে শুরু করেছে আমেরিকার একাধিক প্রতিষ্ঠান।আমেরিকায় এখন মাস্ক-বিরোধী আন্দোলন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এটা যে ভয়াবহ সে কথা মনে করিয়ে দিয়ে মাইক্রোসফট কর্ণধার বিল গেটস বলেছেন,’ যাঁরা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে চান না, বা মাস্ক পরতে চান না তাঁরা আদপে নগ্ন’। ব্য়াপারটি ব্যাখ্যা করতে গিয়ে জানান, করোনাকে সাধারণ ঠান্ডা লাগা বা সর্দি-কাশি-জ্বরের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এই ধরনের রোগীরা মাস্ক না পরলে তবু চলে যায়। কিন্তু একজন করোনারোগীকে মাস্ক পরতেই হবে। এমনকী, যাঁর এখনও এই রোগ হয়নি প্রতিরোধক ব্যবস্থা হিসেবে তাঁরও মাস্ক পরা জরুরি। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, মাস্ক পরলে করোনার হাতে মৃত্যু এড়ানো সম্ভব।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল